আন্তর্জাতিক বাজারে জ্বালানি অশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এখন বিশ্ব বাজারে ব্যারেল প্রতি ক্রুডের দাম ১০৪ ডলার। তবে ভারতে পেট্রল-ডিজেলের দরের ঊর্ধ্বমুখী গ্রাফ বজায় থাকল।
1/5এদিন দেশজুড়ে ৪০ পয়সা করে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। এই আবহে কলকাতায় পেট্রলের সর্বকালীন রেকর্ড গড়েছে। এদিকে এই গতিতে ‘খেলতে’ থাকলে শীঘ্রই রেকর্ড গড়বে ডিজেলও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Amit Sharma)
2/5এদিন কলকাতায় এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। দাম বেড়ে লিটার পিছু ডিজেল দাঁড়িয়েছে ৯৮ টাকা ২২ পয়সায়। (ছবিটি প্রতীকী, রবি কুমার/হিন্দুস্তান টাইমস) (Amit Sharma)
3/5১৩৭ দিন অপরিবর্তিত থাকার পর গত ২২ মার্চ প্রথমবার বাড়ে পেট্রল-ডিজেলের নাম। এরপর থেকে বিগত ১৪ নিয়ে এই নিয়ে দেশে ১২ দফায় বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। কলকাতায় গত ১৪ দিনে পেট্রলের দাম বেড়েছে ৮ টাকা ৭৮ পয়সা। অপরদিকে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা। (Amit Sharma)
4/5এদিকে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৮১ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ৭ পয়সা। (Amit Sharma)
5/5বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১৮ টাকা ৮৩ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৭ পয়সা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (Amit Sharma)