বাংলা নিউজ > ছবিঘর > Oil Price Hike: রবিবাসরীয় সকালে ফের তেলের দামে আগুন, কলকাতা ও জেলায় কত হল পেট্রল-ডিজেলের দর?

Oil Price Hike: রবিবাসরীয় সকালে ফের তেলের দামে আগুন, কলকাতা ও জেলায় কত হল পেট্রল-ডিজেলের দর?

এক ওভারে পঞ্চম উইকেট! গত ছ'দিনে এই নিয়ে পঞ্চমবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। রাজ্যের বহু জেলাতে পেট্রলের দাম ১০৯-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। নদিয়াতে আবার কমেছে পেট্রলের দাম। একনজরে রাজ্যের কোন জেলায় কততে বিকোচ্ছে পেট্রল-ডিজেল