পশ্চিমবঙ্গসহ দেশের প্রায় সব জায়গাতেই জ্বালানি তেলের দাম বেড়েছে এদিন। তবে এরই মাঝে বাংলার এক জেলায় এদিন পেট্রল, ডিজেলের দাম কমেছে।
1/5এদিন কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। এর জেরে কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে হয়েছে ১০৭.১৮ টাকা এবং টাকা। (ছবি সৌজন্যে রয়টার্স) (Bloomberg)
2/5কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৭.১৮ টাকা এবং। হাওড়া ও হুগলিতে যথাক্রমে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.১৮ এবং ১০৭.৪৮ টাকা। তাছাড়া এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে ৯২.২২ (হাওড়া) এবং ৯২.৪৯ (হুগলি)। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Bloomberg)
3/5সবচেয়ে বেশি দামে রাজ্যে জ্বালানি বিকোচ্ছে মুর্শিদাবাদে। সেখানে পোট্রলের দাম ১০৮.৩৭ টাকা। ডিজেল ৯৩.৩২। নদিয়া, ঝাড়গ্রামে পেট্রলের দাম ১০৮ টাকার গণ্ডি পার করেছে। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)
4/5পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.৬৮ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৬৫ টাকা। পূর্ব মেদিনীপুরে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.১৬ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৩৬। পুরুলিয়ায় পেট্রলের এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৮.০৩ এবং ৯৩.০১। এদিকে পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.০২ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.০৮ টাকা। পূর্ব বর্ধমানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.৩৩ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৩৬ টাকা। (ফাইল ছবি) (Bloomberg)