গত ৮ দিনে এই নিয়ে সপ্তমবার দেশে বাড়ল পেট্রল-ডিজেলের দাম। রাজ্যের বহু জেলাতে পেট্রলের দাম ১১০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। মুর্শিদাবাদে পেট্রলের দাম ১১১-র উপর চলে গিয়েছে। একনজরে রাজ্যের কোন জেলায় কততে বিকোচ্ছে পেট্রল-ডিজেল।
1/8৮৪ পয়সা বে়ড়ে আজ আলিপুরদুয়ারে পেট্রলের দাম ১১০.৪৫ টাকা। ডিজেলের দাম ৪৪ পয়সা বেড়ে হয়েছে ৯৫.৩২ টাকা। এদিকে সবচেয়ে বেশি দামে রাজ্যে জ্বালানি বিকোচ্ছে মুর্শিদাবাবাদে। সেখানে পোট্রলের দাম ১১১.০২ টাকা। ডিজেল ৯৫.৮৬। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অমল কে এস/হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
2/8উত্তর দিনাজপুরে পেট্রলের দাম হয়েছে ১১০.১৬ টাকা এবং দক্ষিণ দিনাজপুরে পেট্রলের দাম ১০৯.৯৪ টাকা। উত্তর দিনাজপুরে ডিজেলের দাম ৩১ পয়সা বেড়ে হয়েছে ৯৫.০৬ টাকা। দক্ষিণ দিনাজপুরে ডিজেল বিকোচ্ছে ৯৪.৮৬ টাকায়। (HT_PRINT)
3/8বীরভূমে পেট্রলের দাম ৩৭ পয়সা বেড় হয়েছে ১১০.৩৪টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.২৫ টাকা। দার্জিলিঙে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৯.৫০ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৪৫ টাকা। (ফাইল ছবি) (HT_PRINT)
4/8কলকাতায় ৫২ পয়সা বেড়ে এক লিটার পেট্রলের দাম পড়ছে ১০৯.৬৮ টাকা। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯৪.৬২ টাকায়। (ছবি সৌজন্যে রয়টার্স) (HT_PRINT)
5/8হাওড়া ও হুগলিতে যথাক্রমে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৯.৬৮ এবং ১১০.৪২ টাকা। তাছাড়া এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে ৯৪.৬২ (হাওড়া) এবং ৯৫.৩০ (হুগলি)। (HT_PRINT)
6/8উত্তর ২৪ পরগনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১০.১৪ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.০৫। দক্ষিণ ২৪ পরগনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৯.৬৮ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৬২ টাকা। (HT_PRINT)
7/8পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৯.৯৪ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৮৬ টাকা। পূর্ব বর্ধমানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৯.৫৩ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৪৮ টাকা। (HT_PRINT)
8/8পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১০.১৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.০২ টাকা। পূর্ব মেদিনীপুরে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৯.৮২ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৭১। পুরুলিয়ায় পেট্রলের এবং ডিজেলের দাম যথাক্রমে ১১০.২১ এবং ৯৫.১১। ফাইল ছবি : ব্লুমবার্গ (HT_PRINT)