ধারাবাহিকতা বজায় রেখে এদিনও বাড়ল পেট্রল ডিজেলের দাম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে রকেট গতিতে ছুটছে অপরিশোধিত তেলের দাম। আর এর প্রভাব সরাসরি পড়ছে ভারতের আম জনতার উপর। এই আবহে বিগত সাতদিনে এই নিয়ে ষষ্ঠবার দেশে দাম বাড়ল পেট্রল-ডিজেলের।
1/4পেট্রল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করল তেল বিপণনকারী সংস্থাগুলি। আজও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সংস্থাগুলি। এর জেরে সপ্তাহের প্রথম কর্মদিবসেও স্বস্তি পেলেন না ভারতবাসী। এই নিয়ে গত এক সপ্তাহে ষষ্ঠ বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ল দেশে। (HT_PRINT)
2/4সোমবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে ৩১ পয়সা এবং ডিজেলের দাম ৩৫ পয়সা। এর জেরে গত ৭ দিনে দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে ৩.৯১ টাকা। ডিজেলের দাম বাড়ল ৪.১০ টাকা। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম পড়বে ৯৯.৪৪ টাকা এবং ডিজেলের দাম ৯০.৭৭ টাকা। (HT_PRINT)