কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে ইভি নিয়ে আলোচ... more
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে ইভি নিয়ে আলোচনা করেন ওলা প্রধান।
1/5নীতিন গড়করির সঙ্গে দেখা করলেন Ola-র প্রতিষ্ঠাতা ও সিইও ভাবিশ আগরওয়াল। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।ভারতে বৈদ্যুতিক গাড়ির (EV) ভবিষ্যত নিয়ে আলোচনা করেন তাঁরা। ছবি: টুইটার (Twitter/@bhash)
2/5টুইটারে গডকড়ির সঙ্গে তাঁর বৈঠকের ছবি শেয়ার করেছেন ভাবিশ। সেইসঙ্গে গড়করিকে Ola SI Pro ইলেকট্রিক স্কুটারেরও ডেমো দেন তিনি। ছবি: টুইটার (Twitter/@bhash)
3/5টুইটারে ওলা সিইও লিখেছেন, 'শ্রী @nitin_gadkari জির সঙ্গে দেখা করলাম। ভারতের আন্তর্জাতিক ইভি হাব হয়েও ওঠার সম্ভাবনা এবং ওলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।' ছবি: টুইটার (Twitter/@bhash)
4/5ওলা সিইও আরও লেখেন, 'তাঁর কাছে স্কুটারের ডেমোও দিলাম! একটি বৈদ্যুতিক বিপ্লব শুরু করা এবং দীর্ঘমেয়াদী পরিবহণ মাধ্যমকে বাস্তবে পরিণত করার প্রতি তাঁর বিশ্বাস @OlaElectric-এর জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।' ছবি: টুইটার (Twitter/@bhash)
5/5পর পর বেশ কিছু সংস্থার ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই বৈঠক বেশ তাত্পর্যপূর্ণ। তবে, এদিন বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে কিনা, তা জানা যায়নি। (ছবি সৌজন্যে টুইটার ভিডিয়ো) (Twitter/@bhash)