সময়টা ভালো যাচ্ছে না ওলার। ইতিমধ্যেই সেকেন্ড হ্যান্ড গাড়ি-বাইকের ব্যবসা ওলা কারস এবং মুদি সরবরাহ পরিষেবা ওলা ড্যাশ-মোবিলিটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
1/5স্টার্টআপ জগতে অব্যাহত ছাঁটাই। এবার ৪০০-৫০০ কর্মী ছাঁটাই করতে পারে ওলা। সূত্রের খবর, খরচ কমাতে এমনই পরিকল্পনা করছে অ্যাপ ক্যাব সংস্থা। ছবি: হিন্দুস্তান টাইমস (Ola)
2/5সময়টা ভালো যাচ্ছে না ওলার। ইতিমধ্যেই সেকেন্ড হ্যান্ড গাড়ি-বাইকের ব্যবসা ওলা কারস এবং মুদি সরবরাহ পরিষেবা ওলা ড্যাশ-মোবিলিটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফাইল ছবি: ওলা (Ola)
3/5ওলা কারসের প্রযুক্তি, পরিকাঠামো ওলা ইলেকট্রিকে কাজে লাগাচ্ছে সংস্থা। যদিও ওলা ইলেকট্রিকের প্রথম স্কুটার নিয়ে বর্তমানে বেশ বিতর্ক চলছে। শুরুতে এই স্কুটার রেকর্ড বিক্রি হলেও দিন দিন বেড়েছে খারাপ রিভিউয়ের সংখ্যা। গরমে ব্যাটারি সমস্যা, আগুন লেগে যাওয়া, পর্যাপ্ত কাস্টমার সার্ভিসের অভাবের অভিযোগের তীরে বিদ্ধ হয়েছে ওলা ইলেকট্রিক। ছবি : ওলা (Ola)
4/5ওলায় বর্তমানে প্রায় ৫,০০০ কর্মী কাজ করেন। (ছবিটি প্রতীকী, সৌজব্য ব্লুমবার্গ) (Ola)
5/5'ম্যানেজাদের গত সপ্তাহে তাঁদের নিজ নিজ টিম থেকে এমন কর্মীদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল, যাঁদের বাদ দেওয়া যেতে পারে,' মানিকন্ট্রোলকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী। ফাইল ছবি : সংগৃহিত (Ola)