এক বেসরকারি সংস্থাকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে।
1/5পুরোনো বিমান দিয়ে তৈরি হল রেস্তোরাঁ। গাজিয়াবাদের কাছে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের এই রেস্তোরাঁ নজর কাড়ছে সকলের। ফাইল ছবি : এএনআই (Twitter)
2/5এক বেসরকারি সংস্থাকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। ফাইল ছবি : টুইটার (Twitter)
3/5এএনআই-এর সঙ্গে সাক্ষাত্কারে প্রোজেক্ট ম্যানেজার অনুভব জৈন বলেন 'স্ক্র্যাপ করা বিমানটি দিল্লি থেকে আনা হয়েছে। একাধিক টুকরোয় আনা হয়। এরপর নির্দিষ্ট স্থানে এনে সেগুলি পুনরায় একত্রিত করে বিমানের রূপ দেওয়া হয়। এখনও আরও ২-৩ মাস লাগবে কাজ শেষ হতে। (ছবি: ইনস্টাগ্রাম) (Twitter)
4/5রেস্তোরাঁটি দেখতে ভিড় জমাচ্ছেন আশেপাশের এলাকার বাসিন্দারা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। (ছবি: ইনস্টাগ্রাম) (Twitter)
5/5প্রোজেক্ট ম্যানেজার অনুভব জৈন জানান, এটিকে স্থানীয় পর্যটন আকর্ষণ হিসাবে গড়ে তোলা হবে। এটি জনপ্রিয় হলে নিকটবর্তী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদের বাসিন্দারা সময় কাটাতে আসবেন। ফাইল ছবি : রয়টার্স (Twitter)