পুরোনো পেনশন স্কিম চালু করার প্রতিশ্রুতি দিয়ে হিমা... more
পুরোনো পেনশন স্কিম চালু করার প্রতিশ্রুতি দিয়ে হিমাচলপ্রদেশে সরকার গঠন করেছে কংগ্রেস। এই আবহে হিমাচলপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘোষণা করলেন যে রাজ্যে শীঘ্রই কার্যকর করা হবে ওল্ড পেনশন স্কিম (ওপিএস)। পাশাপাশি তিনি আরও জানান, উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য একটি কার্যকর নীতি তৈরি করে কাজ করা হবে।
1/5হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কংগ্রেস নির্বাচনী প্রতিশ্রুতিতে ১০টি গ্যারান্টি দিয়েছে। সেগুলি পূরণের জন্য সম্ভাব্য সমস্ত প্রচেষ্টা করা হবে।’ তিনি জানান, শীঘ্রই হিমাচলে পুরোনো পেনশন স্কিম (ওপিএস) কার্যকর করা হবে। পাশাপাশি তিনি জানান, উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য একটি কার্যকর নীতি তৈরি করে কাজ শুরু করবে তাঁর সরকার।
2/5শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুখু বলেন, হিমাচলপ্রদেশে কংগ্রেস সরকার সম্পূর্ণ স্বচ্ছ ও সৎ হবে। রাজ্যের পার্বত্য জেলাগুলিতে মৌলিক সুযোগ-সুবিধাকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রা সহজ করা হবে। কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে। তারই মধ্যে রয়েছে পুরোনো পেনশন স্কিমও।
3/5এদিকে হিমাচলের মুখ্যমন্ত্রী পুরোনো পেনশন স্কিম নিয়ে বড় ঘোষণা করলেও সম্প্রতি এই নিয়ে নেতিবাচক প্রতক্রিয়া দিয়েছিলেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং। এনকে সিং বলেন, রাজ্যগুলির সঙ্গে অনেক আলোচনার পরে নতুন পেনশন স্কিম বাস্তবায়িত হয়েছে। এখন সেই পেনশন স্কিম পরিত্যাগ করা ‘অবিবেচনাপূর্ণ’ হবে।
4/5অর্থ কমিশনের চেয়ারম্যানের কথায়, পুরোনো পেনশন স্কিম চালু করা কঠিন হবে এবং এতে সংশ্লিষ্ট রাজ্যের ওপরই চাপ সৃষ্টি করবে। কংগ্রেস এবং আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলি ভোটারদের পুরানো পেনশন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে। এই আবহে পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিংয়ের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
5/5কংগ্রেস ইতিমধ্যে রাজস্থান এবং ছত্তিশগড়ে পুরানো পেনশন স্কিম চালু করার ঘোষণা করেছে। অন্যদিকে, আম আদমি পার্টি পঞ্জাবে পুরনো পেনশন কার্যকর করার কথা বলেছে। পুরোনো পেনশন স্কিম চালু করার প্রতিশ্রুতি দিয়ে হিমাচলপ্রদেশে সরকার গড়েছে কংগ্রেস। যদিও এনকে সিং বলেন, ‘নতুন পেনশন স্কিম ছেড়ে পুরানো ব্যবস্থা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয়।’ নতুন পেনশন প্রকল্পের পিছনে একটি কঠিন অর্থনৈতিক যুক্তি রয়েছে বলে জানান তিনি।