Vinesh Phogat in Polyclinic: পদক হাতছাড়া হওয়ার পর পলিক্লিনিকে ভরতি ভিনেশ ফোগট, কেমন আছেন ভারতীয় কুস্তিগির?
Updated: 07 Aug 2024, 01:26 PM ISTপলিক্লিনিকে ভরতি ভিনেশ ফোগাট। আজ ওজনের পরীক্ষায় পাশ করতে পারেননি কুস্তিগির। এই আবহে প্রতিযোগিতা থেকেই বাতিল ঘোষণা করা হয়েছে তাঁকে। এই আবহে ৫০ কেজি ওজনের বিভাগে কোনও কুস্তিগিরকেই আর পদক দেওয়া হবে না।
পরবর্তী ফটো গ্যালারি