Updated: 21 Jan 2021, 05:07 PM IST
লেখক Priyanka Bose
তিন বছরের প্রেম পরিণতি পেল। চলছে আইবুড়ো ভাত পর্ব। শীঘ্রই বিয়ের পিঁড়িতে ওম-মিমি।
1/6শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার দুই লাভ বার্ড ওম-মিমি। তার আগেই চলছে আইবুড়ো ভাত পর্ব। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6সামনে থালা ভর্তি সাজানো খাওয়ার। আশীর্বাদের থালা। সামাজিক বিয়ে সারার আগে পাত পেরে আইবুড়ো ভাত খাচ্ছেন হবু দম্পতি।
3/6হলুদ সাদা পাঞ্জাবি এবং গোলাপি শাড়িতে বাঙালি ঘরোয়ানার, সাবেকি সাজে আইবুড়ো পর্বে দেখা গেছে দুজনকে। ছবিতে বেশ খুনসুটি মেজাজে হবু দম্পতি।
4/6নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় মিমি দত্ত এবং ওম সাহানির চার হাত হওয়ার খবর সামনে আসে। পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সেরে রেখেছেন দুজনে। এবার সামাজিকভাবে বিয়ে সারবেন।
5/6পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন। এখন বন্ধু ও আত্মীয়দের বাড়িতে থাকছে আইবুড়ো ভাতের আমন্ত্রণ।
6/6ওম-মিমির আইবুড়ো ভাতের খাওয়ারের ছবি।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.