এর আগে বহু কোভিড ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে রোগী আক্রান্ত হওয়ার ১২ মাস পরে তাঁর শরীরে হার্টের সমস্যার ঝুঁকি রয়েছে। বেড়েছে ডায়াবেটিস ওয়ানের ঝুঁকি, কিম্বা ডিমেনশিয়া। তবে ওমিক্রনের ক্ষেত্রে এমন কিছু হবে কি না, তার উত্তর মিলবে ভবিষ্যতে।
1/5কোভিড যখন ২০১৯ সালে প্রথম ছড়িয়ে যায়, তখন প্রথমের দিকে কার্যত কোনও প্রতিরোধেই এই মারণ রোগকে ঠেকানো দায় হয়ে উঠেছিল। ধিরে ধিরে গবেষণা জানান দেয়, এর কার্যকরী প্রতিরোধ কী হতে পারে। আসে টিকা। ততদিনে কোভিডের উপসর্গও জানা হয়ে গিয়েছে। এসেছে বহু ভ্য়ারিয়েন্ট। এমনই এক ভ্যারিয়েন্ট হল ওমিক্রন। নয়া রিপোর্ট বলছে, ওমিক্রন ধিরে ধিরে পাল্টাচ্ছে তার হামলার উপসর্গের ধরন। (REUTERS)
2/5কোভিড নিউমোনিয়া- ইউনিভার্সিটি অফ এক্সটার মেডিক্যাল স্কুলের ডেভিড স্ট্রেইন বলছেন, শ্বাসকষ্টজনিত যে সমস্যা কোভিড ঘিরে ছিল তা ফের ফিরে আসছে। তিনি বলছেন, ওমিক্রনের বি.এ.৪ কিম্বা বি.এ ৫ এর হাত ধরে নিউমোনিয়া উপসর্গে ফের ফিরে আসছে। তবে তা গুরুতর আকার নিচ্ছে না। (REUTERS)
3/5ফুসফুসে সংক্রমণ- কোভিডে আক্রান্ত হলে ফের একবার ফুসফুসে সংক্রমণ দেখা যাচ্ছে। যা সেভাবে গুরুতর হয়ে না উঠলেও, তা উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। জানা যাচ্ছে, শুধুমাত্র কথা বললে বা শ্বাসপ্রশ্বাসের মধ্যে দিয়েই ছড়িয়ে যাচ্ছে কোভিড। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5থ্রম্বোজেনিক লক্ষণ- চিকিৎসকরা বলছেন, কিছু ক্ষেত্রে কোভিডের জেরে থ্রম্বোজেনিক ধরন দেখা যাচ্ছে। ফলে রক্ত জমাট বাঁধা একটি দিক হয়ে উঠতে পারে এই রোগের। পিএ২ ও ডেল্টা ভ্যারিয়েন্টে দেখা গিয়েছে, D-dimer এর উত্থান থেকে দেখা যাচ্ছে ব্যাপক রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকছে। (Sunil Ghosh/HT Photo) (REUTERS)
5/5প্রভাব সুদূরপ্রসারী-এর আগে বহু কোভিড ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে রোগী আক্রান্ত হওয়ার ১২ মাস পরে তাঁর শরীরে হার্টের সমস্যার ঝুঁকি রয়েছে। বেড়েছে ডায়াবেটিস ওয়ানের ঝুঁকি, কিম্বা ডিমেনশিয়া। তবে ওমিক্রনের ক্ষেত্রে এমন কিছু হবে কি না, তার উত্তর মিলবে ভবিষ্যতে। (REUTERS)