Political Reaction on Azad's Resignation: এককালে ক... more
Political Reaction on Azad's Resignation: এককালে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলছেন, ‘গুলাম নবি আজাদের চিঠিতে লেখা বার্তার সঙ্গে ২০১৫ সালে আমার অস্তফাপত্রে লেখা বার্তায় মিল পাবেন। কংগ্রেসে সকলেই জানেন রাহুল গান্ধী অপরিণত। সনিয়া গান্ধী পার্টির খেয়াল রাখেন না, তিনি শুধু নিজের ছেলেকে প্রোমোট করেন। ’
1/5দু'বছর ঘুরলেই ২০২৪ লোকসভা ভোট। দেশের সমস্ত দল নিজের পিচ প্রস্তুতিতে ব্যস্ত। এছাড়াও সামনে রয়েছে গুজরাত বিধানসভা ভোট, রয়েছে তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন। এর মাঝেই জাতীয় রাজনীতিতে সাড়া ফেলে দিয়ে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছেন গুলাম নবি আজাদ। তাঁর এই আলোড়ন ফেলে দেওয়া সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহল কী বলছে দেখা যাক। (ANI Photo) (PTI)
2/5এককালে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলছেন, ‘গুলাম নবি আজাদের চিঠিতে লেখা বার্তার সঙ্গে ২০১৫ সালে আমার ইস্তফাপত্রে লেখা বার্তায় মিল পাবেন। কংগ্রেসে সকলেই জানেন রাহুল গান্ধী অপরিণত। সনিয়া গান্ধী পার্টির খেয়াল রাখেন না, তিনি শুধু নিজের ছেলেকে প্রোমোট করেন। ’(ANI Photo) (PTI)
3/5গুলাম নবি আজাদের পদত্যাগের পর নিদের প্রতিক্রিয়ায় কংগ্রেস জানিয়েছে, ‘যখন কংগ্রেসের সকলে রাহুল গান্ধীর সঙ্গে চলতে চাইছেন, তখন এমন ঘটনা দুর্ভাগ্যজনক’। কংগ্রেস থেকে বহু আগেই পদত্যাগ করেছেন অশ্বিনী কুমার। তিনি বলছেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক, খারাপ দিন দেশের গণতন্ত্র ও কংগ্রেস পার্টির জন্য।’ (PTI Photo/Ravi Choudhary) (PTI)
4/5কাশ্মীরের ভূমিপুত্র গুলাম নবি আজাদকে নিয়ে মন্তব্যে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসির নেতা ফারুক আবদুল্লাহ বলছেন. ‘নিশ্চয়ই সম্মান পাচ্ছিলেন না।উনি (গুলাম নবি আজাদ),আগে অনেক ভালোবাসা পেয়েছেন।’ তিনি কংগ্রেসের ৩২ জন নেতার চিঠির প্রসঙ্গ তোলেন, পাশাপাশি আশা করেন পোক্ত বিরোধী শক্তি গড়ে তোলার। (ANI Photo) (PTI)
5/5বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোই বলছেন, ‘ওঁকে (গুলাম নবি আজাদ) বিজেপিতে স্বাগত, যদি পার্টি আমায় জিজ্ঞাসা করে তাহলে আমি ওঁকে বোঝাবো আমাদের পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে।’। এরই সঙ্গে কুলদীপ বিষ্ণোই বলেন, ‘এটা বলাটা ভুল হবে না যে কংগ্রেস নিজেকে ধ্বংস করার মেজাজে রয়েছে। আত্মহত্যার মোড। আমি পরামর্শ দেব রাহুল গান্ধীকে নিজের অহংকার একদিকে সরিয়ে রাখার জন্য।’ (ANI Photo) (PTI)