Cannes: গ্র্যামি সম্মান প্রাপ্ত সঙ্গীতশিল্পী এবং ফ্যাশন ডিজাইনারের ভূমিকায়। মঞ্চ সেই কান। একদিকে চলছে চলচ্চিত্র উৎসব। আর অন্য দিকে ফ্যাশন। তারই মধ্যে ডুয়া লিপার ডিজাইন নজর কাড়ল সকলের।
1/4এক দিকে কানে চলছে চলচ্চিত্র উৎসব। অন্যদিকে তার মধ্যেই শুরু হল ফ্যাশনের উৎসব। ডুয়া লিপার সংগ্রহও সেখানে হাজির করা হল প্রথম বার। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ভার্সাচের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে এটি বানানো। বলেছেন ডুয়া লিপা।
2/4‘লা ভ্যাকানজা’ নামের এই সিরিজটি এবারের কান চলচ্চিত্র উৎসবে সকলের নজর কেড়েছে দারুণ ভাবে। ইতালিয়ান ভাষায় এর অর্থ ‘ছুটি’। পুরোপুরি হাতে কাটা সেলাইয়ে বানানো এটি। ইভনিং গাউন, বিকিনি এবং টেরি কটন বিচওয়্যার রয়েছে এর মধ্যে।
3/4সংবাদমাধ্যমকে ডুয়া লিপা বলেছেন, ‘লা ভ্যাকাঞ্জা নামের এই পোশাকের সিরিজে মেটালিক মিনিস্কার্ট, বিকিনি থেকে শুরু করে প্রজাপতির আংটি পর্যন্ত রয়েছে। এচি ভার্সাচে এসএস’৯৫ নামক সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা।’
4/4'আমি গ্রীষ্ম ভালোবাসি এবং আমার জন্য এই সংগ্রহটি বছরের সেই সময়টি উদযাপন করার জন্যই। চমৎকার রং, মজার প্রিন্ট এবং হালকা সিলুয়েট। আমি সঙ্গীতও পছন্দ করি, সব হিসাবেই এটি অসাধারণ’ বলেছেন নোটে ডোনাটেলা।