1/9হিন্দু ধর্মে শ্রাবণ মাসের অনেক গুরুত্ব রয়েছে। পবিত্র শবন মাসটিকে দেবতাদের দেবতা মহাদেবকে উৎসর্গ করা হয়। এই মাসে ভোলেনাথের পূজা করলে মনের ইচ্ছা পূরণ হয়। শাস্ত্র মতে, মহাদেবের কৃপায় সকল প্রকার দোষ-ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবন আনন্দে ভরে ওঠে।
2/9বর্তমানে মকর, কুম্ভ, ধনু, মিথুন ও তুলা রাশির মানুষের উপর শনিদেবের অশুভ প্রভাব রয়েছে।শনির মকর রাশিতে থাকার কারণে মকর, কুম্ভ, ধনু রাশিতে শনির অর্ধশতক চলছে এবং মিথুন ও তুলা রাশিতে শনির ধাইয়া চলছে।
3/9শনির সাড়ে সাতী ও ধাইয়ার কারণে একজন ব্যক্তিকে জীবনে আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষীদের মতে, ভোলানাথের পূজা করলে শনির সাড়ে সাতী ও ধাইয়ার অশুভ প্রভাব পড়ে না।
4/9শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসের এই দিনে শনিদেবের পূজা করলে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। কোন কোন নিয়ম মেনে এই দিনে পুজো করবেন?
5/9শ্রাবণের দ্বিতীয় শনিবারে বিশেষ যোগ তৈরি হচ্ছে। এই দ্বিতীয় শনিবার সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ সন্ধ্যা ০৭.০৩ থেকে পরের দিন সকাল ০৫.৩৮ পর্যন্ত চলবে। এদিন কী কী করবেন?
6/9১। শনিদেবকে সরিষার তেল দিয়ে অভিষেক করতে হবে এই দিনে। একই সঙ্গে সরিষার তেল দান করতে হবে।
7/9২। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শনিবার লোহা বা লোহার তৈরি জিনিস কেনা উচিত নয়। কিন্তু এই দিনে লোহার তৈরি জিনিস দান করা শুভ বলে মনে করা হয়। সেটি করতে পারেন।
8/9৩। শনিবার শনি চালিসা পাঠ করা উপকারী বলে মনে করা হয়। শ্রাবণের দ্বিতীয় শনিবার শনি চালিসা পাঠ করুন।
9/9৪। শনিবার পিপল গাছের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। এটি করলেও শনিদেবের কৃপা পেতে পারেন।