Mamata's Puja message to protesters: এবার পুজোতে ফিরে আসুন, বার্তা মমতার, নেটপাড়া বলল ‘RG করের জাস্টিস নিয়েই ফিরব’
Updated: 09 Sep 2024, 02:54 PM ISTআরজি করের বিচার চেয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমেছেন। তাঁদের এবার ‘পুজোয়’ ফিরে আসতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা রাতদখল কর্মসূচি করছেন, যাঁরা আরজি করের বিচার চেয়ে সামিল হয়েছেন, তাঁদের সেই বার্তা দিলেন।
পরবর্তী ফটো গ্যালারি