বায়োমেট্রিক অথেন্টিকেশনের সৌজন্যে, এখন দেশের যে কোনও রেশন দোকান থেকেই রেশন তোলা যাবে।
1/5সবার শেষে রেশন কার্ড 'পোর্টেবিলিটি' পরিষেবা শুরু করল অসম। আর তার সঙ্গে সঙ্গে দেশজুড়ে কেন্দ্রের ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড প্রোগ্রাম সারা দেশে বাস্তবায়িত হয়ে গেল। মঙ্গলবার এ বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
2/5ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৩ (NFSA) ONORC (ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড)-র অধীনে এই নিয়ম কার্যকর হবে। রেশন-ভোগীরা তাঁদের পছন্দের যেকোনও ই-পিওএস রেশন শপ থেকে ভর্তুকি সংগ্রহ করতে পারবেন। ফলে ভিন রাজ্যে কর্মসূত্রে বাস করা পরিবারদেরও রেশন সংগ্রহে সুবিধা হবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo) (PTI)
3/5বায়োমেট্রিক অথেন্টিকেশনের সৌজন্যে, এখন দেশের যে কোনও রেশন দোকান থেকেই রেশন তোলা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
4/5কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, 'অসম ONORC বাস্তবায়নকারী ৩৬ তম রাজ্য।' (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
5/5২০১৯ সালের অগস্টে ONORC-র বাস্তবায়ন শুরু হয়েছিল। 'ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড' প্রকল্পের সুবিধা পেতে সরকার 'মেরা রেশন' মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে সুবিধাভোগীরা রিয়েল টাইম তথ্য পাবেন। বর্তমানে এটি ১৩টি ভাষায় উপলব্ধ। এখনও পর্যন্ত অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ২০ লক্ষেরও বেশি ডাউনলোড করা হয়েছে। (ছবিটি প্রতীকী, হিন্দুস্তান টাইমস) (PTI)