3/8সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘চলতি বছরে গোয়ায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ভারতীয় পর্যটকরা খেতে বসে পেঁয়াজ-কাঁচালঙ্কা ফরমায়েশ করেন।‘
4/8লোবোর অভিযোগ, ‘পর্যটকরা চাইলেও দাম বাড়ার কারণে পেঁয়াজের বদলে তাঁদের পাতে বাঁধাকপি কুচি আর লঙ্কা দিতে হচ্ছে।’
5/8গোয়ার ক্যালাংগুটে বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মাইকেল লোবো বেশ কয়েকটি জনপ্রিয় রেস্তোরাঁ, লাউঞ্জ বার ও হোটেলের মালিকও বটে। তাই পর্যটকদের হালচাল তিনি ভালোই বোঝেন।
6/8গত শুক্রবার গোয়ার খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৭০ টাকা দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সরকারি বিপণী থেকে যাতে অপেক্ষাকৃত কম দামে পেঁয়াজ পাওয়া যায় এবং তা নিয়ন্ত্রিত পরিমাণে বিক্রি সুনিশ্চিত করতে তিনি পদক্ষেপ করেছেন।
7/8২০১৮ সালে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ১০ লাখ পর্যটকের সমাগম হয়েছিল গোয়াতে।