Online Loan Service By SBI: গ্রাহকদের জন্য বড় ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আপনার স্যালারি অ্যাকাউন্ট যদি এসবিআই-তে হয়ে থাকে, তাহলে আপনি এবার ব্রাঞ্চে না গিয়েই অনায়াসে ৩৫ লাখ টাকা পর্যন্তের ঋণের আবেদন জানাতে পারেন। কোনও ঝামেলা ছাড়াই ডিজিটাল মাধ্যমে আপনাকে ঋণ দিয়েও দেবে ব্যাঙ্ক।
1/4কোনও নথির ঝামেলা ছাড়া এবার থেকে ঋণ দিতে চলেছে এসবিআই। এই সুবিধা শুধু তাঁরাই পাবেন, যে সরকারি কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এসবিআইতে। ‘রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট’ নামক একটি নতুন স্কিম চালু করেছে এসবিআই। এর মাধ্যমেই সহজে জানানো যাবে ঋণের আবেদন। (MINT_PRINT)
2/4ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মাত্র আট ধাপে কোনও নথি, সই সাবুদের ঝামেলা ছাড়াই এই ঋণ পেয়ে যাবেন গ্রাহকরা। SBI YONO-র মাধ্যমে এই ঋণের আবেদন জানানো যাবে। (MINT_PRINT)
3/4যেসকল কেন্দ্রীয়, রাজ্য সরকার এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত বেতনভোগীদের স্যালারি অ্যাকাউন্ট এসবিআইতে আছে, সেই গ্রাহকরা রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট-এর অধীনে ঋণের জন্য আবেদন করতে পারেন। ক্রেডিট চেক, যোগ্যতা, অনুমোদন এবং ডকুমেন্টেশন রিয়েল-টাইমে ডিজিটালভাবে সম্পন্ন করা হবে। (MINT_PRINT)
4/4ব্যাঙ্ক আশা করে যে এক্সপ্রেস ক্রেডিট ডিজিটালাইজেশন আরও বেশি সংখ্যক গ্রাহককে ডিজিটাল ব্যাঙ্কিং গ্রহণ করতে উৎসাহিত করবে। পাশাপাশি ঋণের জন্য যে প্রচুর সংখ্যক কাগজপত্র ও নথি ঘাঁটাঘাটি করতে হয়, তার প্রয়োজনীয়তাও শেষ হবে। (MINT_PRINT)