Oppo Pad Air: সম্প্রতি প্রথম ট্যাবলেট লঞ্চ করেছে ওপো। হিন্দুস্তান টাইমস টেক-এর হাতে এসেছে সেই ট্যাব। কেমন হল ওপো প্যাড এয়ার? জেনে নিন এক নজরে।
1/5Oppo Pad Air-এর দাম বেশ আকর্ষণীয়। দাম শুরু ১৫,৯৯৯ টাকা থেকে। ৪ GB/৬৪ GB স্টোরেজ অপশন পাবেন। ১২৮ GB স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা। শুধুমাত্র ধূসর রঙের অপশনে পাবেন। ছবি: এইচটি টেক (Amritanshu / HT Tech)
2/5Oppo Pad Air-এ অ্যান্ড্রয়েড 12-ভিত্তিক করে ColorOS রয়েছে। OS বেশ ক্লিন। Oppo ফোনের মতো ব্লোটওয়্যার, অ্যাডওয়্যারে ভরা নয়। পেয়ার করা Oppo স্মার্টফোন থেকে ফাইল ড্র্যাগ-এন-ড্রপ করতে পারেন। এটি বেশ মজার ও কাজের ফিচার। ছবি: এইচটি টেক (Amritanshu / HT Tech)
4/5Oppo Pad Air-এ Snapdragon 680 চিপসেট রয়েছে। সাধারণ ব্রাউজিং, ভিডিয়ো দেখা, মাল্টিটাস্কিং, গ্রাফিক্সের কাজের জন্য যথেষ্ট। তবে আপনি যদি গেমিংয়ের পরিকল্পনা করেন, তবে হতাশ হবেন। RAM চার জিবি। ছবি: এইচটি টেক (Amritanshu / HT Tech)
5/5Oppo প্যাড এয়ারে ৭১০০ mAh ব্যাটারি রয়েছে। ফুল চার্জে সহজেই ২ দিন চলবে। ১৮W চার্জিং পাবেন। ছবি: এইচটি টেক (Amritanshu / HT Tech)