আপনি যদি অপটিক্যাল ইলিউশনের চ্যাম্পিয়ন হন, তাহলে খুব সহজে এই ধাঁধার সমাধান করে ফেলতে পারবেন। যে চোখের ধাঁধার কথা বলা হচ্ছে, সেখানে একটি পাথুরে জমিতে খুঁজে বের করতে হবে একটি ব্যাঙকে। চ্যালেঞ্জ রয়েছে ১০ সেকেন্ডে তা করতে হবে। এই অপটিক্যাল ইলিউশনে দৃষ্টির প্রখরতা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
1/4সোশ্যাল মিডিয়া জুড়ে নানান সময়ে একাধিক অপটিক্যাল ইলিউশনের কথা শোনা যায়। ক্রমেই মজার ধাঁধাগুলি ভাইরাল হতে থাকে। কখনও চ্যালেঞ্জ থাকে কোনও কিছুকে খুঁজে বের করার। আবার কখনও চ্যালেঞ্জ থাকে, চোখের ধাঁধা কাটিয়ে আসল জিনিসটিকে খুঁজে নেওয়ার। এবারেও তেমনই একটি ধাঁধা প্রকাশ্যে এসেছে।
2/4আপনি যদি অপটিক্যাল ইলিউশনের চ্যাম্পিয়ন হন, তাহলে খুব সহজে এই ধাঁধার সমাধান করে ফেলতে পারবেন। যে চোখের ধাঁধার কথা বলা হচ্ছে, সেখানে একটি পাথুরে জমিতে খুঁজে বের করতে হবে একটি ব্যাঙকে। চ্যালেঞ্জ রয়েছে ১০ সেকেন্ডে তা করতে হবে। এই অপটিক্যাল ইলিউশনে দৃষ্টির প্রখরতা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। (ছবি সৌজন্য Pixabay)
3/4
সোশ্যাল মিডিয়ায় জনৈক পীযূষ তিওয়ারি এইছবিটি পোস্ট করেন। লেখেন, যিনি চ্যাম্পিয়ান হবেন ,তিনি ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে বরে করতে পারবেন ব্যাঙ্কটিকে। সেই চ্যালেঞ্জের সাপেক্ষে অনেকে নানান ধরনের উত্তর দেন। তবে শেষমেশ উঠে আসে সহজ উত্তরটি।
4/4এবড়ো খেবড়ো পাথরের জমিতে এই ব্যাঙকে খুঁজে বের করতে ১১ সেকেন্ড সময় কি আপনার লেগেছে? ঠিক কতক্ষণের মধ্যে এই ব্যাঙকে আপনি দেখতে পেলেন তার ওপররেই নির্ভর করছে আপনার দৃষ্টির প্রখরতা। নেটিজেনদের মধ্যে আপাতত এই ব্যাঙখোঁজার খেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।