বাংলা নিউজ >
ছবিঘর >
Viral optical Illusion: ৭ সেকেন্ডের মধ্যে বলুন দেখি এই ছবিতে দুই মহিলা ছাড়া আর কী দেখতে পাচ্ছেন?
Viral optical Illusion: ৭ সেকেন্ডের মধ্যে বলুন দেখি এই ছবিতে দুই মহিলা ছাড়া আর কী দেখতে পাচ্ছেন?
Updated: 14 Jun 2022, 11:15 AM IST
লেখক Sritama Mitra
পেইন্টার অলিগ সুপলিয়াগ সদ্য একটি ছবি পোস্ট করেছেন।...
more
পেইন্টার অলিগ সুপলিয়াগ সদ্য একটি ছবি পোস্ট করেছেন। এই ছবি তাঁর হাতে আঁকা বলেই জানা গিয়েছে। ছবির নাম 'উইন্ডি ডে'। ছবিতে বিভিন্ন ধরমের দৃশ্য দেখা যচ্ছে। তবে খতিয়ে দেখতে গেলে অনেকেরই বেশি সময় লেগে যাচ্ছে।
1/7নেটপাড়ায় জোর জমেছে অপটিক্যাল ইলিউশন নিয়ে আলোচনা। এই চোখের ধাঁধার খেলায় নিত্যদিনই কোনও না কোনও নতুন ছবি উঠে আসছে। আর তা দেখে নিজের দৃষ্টি বা বুদ্ধি কতটা তীক্ষ্ণ তা যাচাই করে নিচ্ছেন নেটিজেনরা। সদ্য ভাইরাল হয়েছে আপও একটি ছবি।
2/7পেইন্টার অলিগ সুপলিয়াগ সদ্য একটি ছবি পোস্ট করেছেন। এই ছবি তাঁর হাতে আঁকা বলেই জানা গিয়েছে। ছবির নাম 'উইন্ডি ডে'। ছবিতে বিভিন্ন ধরমের দৃশ্য দেখা যচ্ছে। তবে খতিয়ে দেখতে গেলে অনেকেরই বেশি সময় লেগে যাচ্ছে।
3/7চ্যালেঞ্জ হল, ৭ সেকেন্ডের মধ্যে দেখে বলতে হবে যে এই ছবিতে কী কী চেহারা বা দৃশ্য় দেখা যাচ্ছে। আর সেই চ্যালেঞ্জে মাতোয়ারা নেটিজেনরা। প্রাথমিকভাবে ৪ টি ইমপ্রেশন খুঁজে পাওয়া গিয়েছে। দেখুন তো, এই চারটি দৃশ্য আপনার চোখে ধরা পড়েছে কী না।
4/7একটু ভালভাবে দেখলে এক বয়স্কের মুখ দেখা যাবে ছবিতে। যে মহিলার ছাতা উড়ে যাচ্ছে দেখাচ্ছে তাঁর দিকে ভালভাবে তাকালেই বয়স্ক ব্যক্তির চশমা পরা একটি মুখের আদল আসবে।
5/7একটু ভালভাবে দেখলে এক বয়স্কের মুখ দেখা যাবে ছবিতে। যে মহিলার ছাতা উড়ে যাচ্ছে দেখাচ্ছে তাঁর দিকে ভালভাবে তাকালেই বয়স্ক ব্যক্তির চশমা পরা একটি মুখের আদল আসবে।
6/7এছাড়াও যে মহিলা ছাতা ধরতে এগিয়ে যাচ্ছেন তাঁর ছবি আসবে। অন্যদিকে, যাঁর ছাতা উড়ে যাচ্ছে তাঁর আলাদা ছবি আসবে। এখানেই হয়ে গেল ৩ টি আলাদা আদল।
7/7এরপর যদি ধরা হয় ফুলের বাগানটিকে। তাহলেই ব্যাস! চারটি ছবি ধরে ফেলা গেল। তবে প্রশ্ন হচ্ছে, এসব দৃশ্য কি আপনার চোখ ৭ সেকেন্ডে ধরে ফেলেছে?