আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গার আকাশ মেলা। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। আজকেও রাজ্যের জেলায় জেলায় ঝড়বৃষ্টি হবে। এই আবহে আজও রাজ্যের সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
1/5গতকালকের মতো আজও শিলাবৃষ্টি এবং ঝড় হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আজও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এই আবহে বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। (Utpal Sarkar)
2/5আজ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম কিছুটা কমবে। তবে আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। কলকাতায় তুমুল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Utpal Sarkar)
3/5এর আগে গতকাল মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯১ শতাংশ ও ৫১ শতাংশ। বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কিছুটা কমতে পারে। (Utpal Sarkar)
4/5বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে মাঝারি বৃষ্টি। এর মধ্যে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিতে দক্ষিণ প্রায় সব জেলাতেই হতে পারে শিলাবৃষ্টি। এরপর শনিবারও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের জেলায় জেলা। রবিবার ঝড়ের বেগ কিছুটা কমে ৩০ থেকে ৪০ কিমি হবে। আজ থেকে ২৮ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে। (Utpal Sarkar)
5/5
এদিকে উত্তরবঙ্গের সব জেলাতে আজও ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে উত্তরের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। সঙ্গে হবে শিলাবৃষ্টি। এর জেরে উত্তরবঙ্গের আট জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে।