ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর মাধ্যমে ট্রেনে খাবার অর্ডার করা আরও সহজ হয়ে উঠেছে। ‘Zoop’ নামক একটি অ্যাপের মাধ্যমে সহজেই এই কাজ করা যাবে। এই অ্যাপটি রেস্তোরাঁ থেকে ট্রেনের কোচে খাবার সরবরাহের সুবিধা দেয়।
1/4IRCTC অনুমোদিত ফুড অন ট্র্যাক পরিষেবার জন্য কোনও অতিরিক্ত পরিষেবা চার্জের প্রয়োজন হবে না। (IRCTC)
2/4রেলযাত্রীরা এখন Zoop থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই। এর জন্য হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে চ্যাট করতে হবে - +৯১ ৭০৪২০৬২০৭০ (IRCTC)
3/4হোয়াটসঅ্যাপ চ্যাটে সমস্ত তথ্য পাওয়া যাবে। Zoop থেকে খাবারের দাম দেখে অর্ডার করা যাবে এবং অর্ডার ট্র্যাক করা সহজ। (IRCTC)
4/4ব্যবহারকারীরা PNR স্ট্যাটাস, কোচের অবস্থান, লাইভ ট্রেনের চলমান অবস্থান, ট্রেনের টাইম টেবিল এবং রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম সনাক্ত করতে পারেন এর মাধ্যমে। (IRCTC)