5/7মার্ক জুকারবার্গেরও মোট সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। একদিনেই ৫.৩০ বিলিয়ন ডলার কমে যায়। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
6/7যদি বিশ্বের শীর্ষ ১৫ জন বিলিয়নেয়ারের কথা ধরা হয়, তবে শুধুমাত্র গৌতম আদানিই একমাত্র ব্যক্তি যাঁর সম্পদ ১.৯০ বিলিয়ন ডলার বেড়েছে। বাকি ১৪ বিলিয়নেয়ারের সম্পদ একদিনে সব মিলিয়ে ৬৮ বিলিয়ন ডলার কমেছে। ছবি (সৌজন্য ফেসবুক) (HT Bangla)
7/7এই বছর এখন পর্যন্ত, গৌতম আদানি আয়ের দিক থেকে এক নম্বরে রয়েছেন। এ বছর এখন পর্যন্ত তার সম্পদ বেড়েছে $৪৩.৪ বিলিয়ন। ছবি : টুইটার (HT Bangla)