বাংলা নিউজ > ছবিঘর > Best Multibagger Shares: এক লাখ টাকায় ১ কোটি টাকার উপর রিটার্ন! রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারে মালামাল

Best Multibagger Shares: এক লাখ টাকায় ১ কোটি টাকার উপর রিটার্ন! রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারে মালামাল

  • হিসাব অনুযায়ী, কোনও বিনিয়োগকারী যদি এই শেয়ারে ২০ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই ১ লক্ষ টাকা আজ বেড়ে ২৫.৫০ লক্ষ টাকা হয়ে যাওয়ার কথা। তবে আসলে তার থেকেও বেশি রিটার্ন পেয়েছেন অনেকে। কেন?
1/5 রাষ্ট্রায়ত্ত সংস্থা কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া শেয়ারেই এখন নজর বাজারের। গত কয়েক বছরে সবার নজর কেড়েছে এই স্টক। গত ২০ বছরে ২৫ টাকা থেকে বেড়ে ৬৩৫ টাকায় পৌঁছে গিয়েছে এই শেয়ার।   ফাইল ছবি : রয়টার্স
2/5 হিসাব অনুযায়ী, কোনও বিনিয়োগকারী যদি এই শেয়ারে ২০ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই ১ লক্ষ টাকা আজ বেড়ে ২৫.৫০ লক্ষ টাকা হয়ে যাওয়ার কথা। তবে আসলে তার থেকেও বেশি রিটার্ন পেয়েছেন অনেকে। কেন? ফাইল ছবি: CONCOR
3/5 কারণ এই দুই দশকে মোট ৪ বার বোনাস শেয়ার ইস্যু করা হয়েছে। ফলে সেগুলি ধরলে, ২০ বছর আগে যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে তিনি আজ ১.১৯ কোটি টাকার রিটার্ন পাবেন।  ফাইল ছবি: কোনকোর
4/5 ৬ জুলাই ২০০১-এ কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের দাম ছিল ১৪.৫২ টাকা করে। আর সেই শেয়ারই এখন বেড়ে ৬৪১.৮০ টাকা হয়ে গিয়েছে। ছবি: গুগল ফাইন্যান্স
5/5 চলতি বছর যদিও এই শেয়ার কিছুটা সেল অফের প্রবণতার মধ্যে আছে। জানুয়ারি মাসে এই CONCOR-এর শেয়ার দর প্রায় ১৩.৩০% হ্রাস পেয়েছে। ছবি: গুগল ফাইন্যান্স

আরও ছবি