নুসরত জাহান মানেই সাহসী আর সুন্দরী, তাঁকে নিয়ে ট্রোলিং-এর অন্ত নেই। কিন্তু সে সবের তোয়াক্কাই করেন না তারকা সাংসদ। এবার আকাশের সঙ্গে রঙ মিলিয়ে অন্তর্বাস পরলেন নুসরত।
1/6কয়েদিন আগে কমলা অন্তর্বাসে ছবি দিয়ে হইচই ফেলেছিলেন নুসরত। এবার পালটে গেল তাঁর ব্রা-এর রং। আকাশের সঙ্গে রঙ মিলিয়ে আসমানি ব্রা'তে ছবি পোস্ট করলেন নায়িকা।
2/6নুসরতের পেটানো পেট, মেদহীন শরীরের উত্তাপে গরম বাড়ল নেটপাড়ারও। ফ্যানেরা মুগ্ধ নুসরতের এই লাস্য দেখে। হট, সেক্সি, বোল্ড- প্রশংসার বন্যা কমেন্ট বক্সে। তবে পিছু ছাড়ল না ট্রোলিংও।
3/6মাসখানেক আগে যশ দাশগুপ্তের সঙ্গে পাটায়া ঘুরতে গিয়েছিলেন নুসরত। সেখানেই খানে আকাশ-রঙা বিকিনি টপ ও লেমন ইয়েলো পালাজোতে সমুদ্রের ধারে গা এলিয়ে দিলেন নায়িকা।
4/6এই ছবির কমেন্ট বক্সে কটাক্ষের ঢেউ। কেউ লিখলেন, ‘কিছু না পরলেই তো ভালো ছিল’, আবার কেউ বললেন,. ‘N 95 মাস্ক দুটো সেলাই করে ব্রা বানায়েছে’। কেউ কেউ বগল প্রদর্শনের জন্য ট্রোল করে ‘বগল কুইন’ আখ্যা দিয়েছেন নুসরতকে।
5/6 ইনস্টাগ্রামে এদিন এই বোল্ড ছবি শেয়ার করে নুসরত লেখেন, ‘ছবি আঁকো আকাশে। নিজের করে তোলো।’ আসলে কটাক্ষের জবাব দিতেই বোধহয় ফের বিকিনি টপে ছবি দিলেন নুসরত। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন নায়িকা।
6/6নুসরতের এই পোস্টে ঝড়ের গতিতে ধেয়ে আসছে কটাক্ষ। অনেকেই হয়রান একজন জন প্রতিনিধির এ হেন পোশাক দেখে। নীতি পুলিশদের অনেকেই লিখেছেন, ‘একজন সাংসদ হয়ে এই ধরণের পোশাক অত্যন্ত কুরুচিকর’। কেউ কেউ ধর্ম টেনে আক্রমণ করেছেন নুসরতকে।