পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের গভর্নর মুরতাজা সইদ সদ্য বলেছেন, ‘একপক্ষে, আমরা আইএণএফের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহক।’ দেখা গিয়েছে, গত ৭৫ বছরে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে বেল আউটের জন্য পাকিস্তান ২৩ বার আইএমএফের কাছে ভিক্ষার ঝুলি ফেলেছে।
1/5পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দোলাচল সৃষ্টি ইতিমধ্যেই করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে উঠে আসা জল্পনা। পাককোর্টের নির্দেশে তাঁর গ্রেফতারির সম্ভাবনা ঘিরে যখন গোটা দেশের রাজনৈতিক আলোচনা তুঙ্গে তখনই, রাত পোহালে সোমবারই আইএমএফের সঙ্গে আর্থিক পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের হাইভোল্টেজ বৈঠক। পাকিস্তানের আর্থিক সংকট কাটিয়ে তুলতে সেদেশকে আইএমএফের সাহায্য ঘিরে চূড়ান্ত পর্যায়ের আলোচনা সোমবার। তার আগে, একনজরে দেখে নেওয়া যাক শেষ ৭৫ বছরে পাকিস্তান কীভাবে কতবার আইএমএফের দ্বারস্থ হয়েছে। (শাহবাজ শরিফ, পাক প্রধানমন্ত্রী) ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের গভর্নর মুরতাজা সইদ সদ্য বলেছেন, ‘একপক্ষে, আমরা আইএণএফের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহক।’ দেখা গিয়েছে, গত ৭৫ বছরে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পাকিস্তান ২৩ বার আইএমএফের কাছে ভিক্ষার ঝুলি ফেলেছে। পাকিস্তানের পরই রয়েছে আর্জেন্টিনা, যারা ২১ বার আইএমএফের দ্বারস্থ হয়েছে। মোর্তাজা সইদ বলছেন,' আমাদের মধ্যরাতের যমজ ভারত মাত্র ৭ বার আইএমএফের কাছে হাত পেতেছে। আর ১৯৯১ সালে মনমোহন রাও সংস্কারের পর থেকে তার প্রয়োজনও পড়েনি।' (শাহবাজ শরিফ, পাক প্রধানমন্ত্রী) ফাইল ছবি: রয়টার্স (HT_PRINT)
3/5মোর্তাজা জানিয়েছেন, পাকিস্তানের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ৩ বিলিয়ন মার্কিন ডলারের ও কম রয়েছে, তাদের রিজার্ভ ২১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি যায় না, বাংলাদেশের ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভ রয়েছে, ভারতের ৬০০ বিলিয়ন মার্কিন ডলার, চিনের ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার রিজার্ভে রয়েছে। এদিকে, সোমবারই রয়েছে আইএমএফের সঙ্গে পাকিস্তানের সরকারের হাইভোল্টেজ বৈঠক। সেই বৈঠক ঘিরে কী কী আশা করা যাচ্ছে দেখে নেওয়া যাক। (Photo by Asif HASSAN / AFP) / TO GO WITH Pakistan-economy, FOCUS (HT_PRINT)
4/5সদ্য পাকিস্তানের এক অফিশিয়াল বলেছেন,'আমরা আইএমএফের সদস্য। কোনও ভিখারি নই।' তিনি ক্ষোভের সুরে দাবি করেন, আইএমএফ-এর লক্ষ্য যেখানে দরিদ্রদের সাহায্য করা, সেখানে আইএমএফ পাকিস্তানকে যে সমস্ত শর্ত দিচ্ছে, তাতে সেদেশের দরিদ্র শ্রেণি বিপাকে পড়তে পারে বলে তাঁর আশঙ্কা। (HT_PRINT)
5/5পাকিস্তান মূলত, ১ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজের জন্য সোমবার চেষ্টা করবে আইএমএফের সঙ্গে আলোচনায়। এদিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না থেকে তারা ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের ফিনান্স প্যাকেজ পাওয়ার পথে রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ফেডারেল বোর্ড অফ রেভেনিউকে মাঝের ফাঁক পূরণে ১৭০ বিলিয়ন এর বাড়তি অঙ্ক জোগাড় করার কথা বলা হয়েছে ইসলামাবাদের তরফে। সব মিলিয়ে সোমবার পাকিস্তানের প্রসাসনের সঙ্গে আইএমএফের বৈঠক নজরে রয়েছে সকলের। Photographer: Betsy Joles/Bloomberg (HT_PRINT)