Eng vs Pak-অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! দ্বিতীয় দিনে বজায় থাকবে ধারা?মুলতানে ফের ফ্লপ বাবর…
Updated: 07 Oct 2024, 11:18 PM IST Moinak Mitra 07 Oct 2024 shan masood, babar azam, pakistan, england, england vs pakistan, pak vs eng, pakistan cricket, pcb, পাকিস্তান, ইংল্যান্ড, সৌদ শাকিল, বাবর আজম, শান মাসুদ, অধিনায়ক, ক্রিকেটার, তারকা, ইংরেজ, গাস আটকিনসন, পাক, পাকিস্তান বনাম ইংল্যান্ড, মুলতান, টেস্ট, আবদুল্লাহ শাফিকইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানের টেস্টে ভালো জায়গায় পাকিস্তান। প্রথম দিনের শেষে তাঁদের সংগ্রহ ৪ উইকেটে ৩২৮ রান। অবশ্য পাকিস্তান যেমন আনপ্রেডিক্টেবল দল, তাতে এই ভালো শুরু তাঁরা দ্বিতীয় দিনে ধরে রাখতে পারবে কিনা সেদিকেই নজর রাখবে ক্রিকেটমহল। শতরান করেন আবদুল্লাহ শফিক এবং শান মাসুদ।
পরবর্তী ফটো গ্যালারি