করাচির যে সমস্ত এলাকায় এই ঘটনা ঘটেছে, সেগুলি হল-নুমাইশ চৌরঙ্গী, সদর লাইনস, ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচ), পাঞ্জাব কলোনি, গুলিস্তান-ই-জওহর, কোরাঙ্গি। উল্লেখ্য, পাকিস্তানে বিদ্যুতের সমস্যা এই প্রথম নয়। এর আগে জানুয়ারি মাসে পাকিস্তানের বুকে ব্যাপক বিদ্যুৎ সংকট দেখা যায়। তারপর নতুন করে করাচিতে এই ঘটনা ঘটে।
1/4আর্থিক সমস্যার মাঝে পাকিস্তানে নতুন করে ঘাটতি দেখা দিয়েছে বিদ্যুতের। সদ্য এক রিপোর্টে জানা গিয়েছে, পাকিস্তানের করাচিতে প্রবল বিদ্যুতের সমস্যা দেখা গিয়েছে। শহরের ৪০ শতাংশ সদ্যই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অন্ধকারে ডুবে যায়। শহরের একাধিক হাইটেনশন লাইনে বিচ্যূতির কারমে এই ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে। (ফাইল ছবি) Photographer: Betsy Joles/Bloomberg (Bloomberg)
2/4করাচির যে সমস্ত এলাকায় এই ঘটনা ঘটেছে, সেগুলি হল-নুমাইশ চৌরঙ্গী, সদর, লাইনস এরিয়া, ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচ), পাঞ্জাব কলোনি, গুলিস্তান-ই-জওহর, কোরাঙ্গি। উল্লেখ্য, পাকিস্তানে বিদ্যুতের সমস্যা এই প্রথম নয়। এর আগে জানুয়ারি মাসে পাকিস্তানের বুকে ব্যাপক বিদ্যুৎ সংকট দেখা যায়। তারপর নতুন করে করাচিতে এই ঘটনা ঘটে। (ফাইল ছবি) (Bloomberg)
3/4জানা গিয়েছে, করাচিতে নতুন করে যে বিদ্যুৎ সংকট দেখা গিয়েছে, তা সেদেশের গ্রিড ফ্রিকোয়েন্সির ওঠানামার কারমে হয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে শহরের বিদ্যুৎ সরবরাহের উপর চরম প্রভাব পড়ে। ফলে করাচি চলে যায় ৪০ শতাংশ অন্ধকারে। (Bloomberg)
4/4এদিকে, সদ্য পাকিস্তান ব্য়াপকভাবে আর্থিক সংকটের মধ্য়ে ডুবে গিয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পাকিস্তান আইএমএফের সহযোগিতা চেয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ যে সমস্ত শর্ত পাকিস্তানকে দিয়েছে, তাতে সমস্যার মেঘ কাটছে না। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আইএমএফের চেয়েও চিন সম্ভবত পাকিস্তানকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। এমনই দাবি রিপোর্টের। (ফাইল ছবি) (Bloomberg)