ট্রান্সমিশন লাইনে ত্রুটির কারণে লাহোর, করাচির মতো পাকিস্তানের প্রধান শহরগুলো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এর আগে গত অক্টোবরেও পাকিস্তানের বহু জায়গায় বিদ্যুতের ঘাটতি দেখা গিয়েছিল। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় পাকিস্তানের বড়বড় শহরগুলিতে। বালোচিস্তানের কোয়েট্টা ছাড়াও ২১টি জেলাতেও বিদ্যুৎ ছিল না সকালে।
1/5জানা গিয়েছে, গুড্ডু থেকে কোয়েটা পর্যন্ত দুটি ট্রান্সমিশন লাইন ছিঁড়ে গিয়েছে। এদিকে কে-ইলেকট্রিসিটির তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণটা খতিয়ে দেখা হবে। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও বিদ্যুৎ ছিল না সকালে। পাক সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রযুক্তিগত ত্রুটির প্রভাবে ইসলামাবাদের ১১৭টি গ্রিড কাজ করা বন্ধ করে দিয়েছে। যার জেরে বিদ্যুৎ নেই পাক রাজধানীতেও। একই অবস্থা পেশোয়ারেরও। (REUTERS)
2/5এদিকে পাক সংবাদমাধ্যমের দাবি, আজই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ২৪ ঘণ্টা লাগবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রকের তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের ফ্রিকোয়েন্সির পতনের কারণে দেশের একাধিক অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। (REUTERS)
3/5ন্যাশনাল পাওয়ার গ্রিড ও অন্যান্য বিদ্য়ুৎ কেন্দ্রগুলিকে কার্যকর করার জন্য কাজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, আলো আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। এই আবহে আজ সন্ধ্যা থেকে অন্ধকারেই কাটাতে হতে পারে পাকিস্তানের অধিকাংশ বাসিন্দাকে। উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবরের শুরুতেও এই একই ধরনের ঘটনা ঘটেছিল। তখনও পাকিস্তানের অধিকাংশ বাসিন্দা অন্ধকারে ডুবেছিলেন। (REUTERS)
4/5বিগত বেশ কয়েকদিন ধরেই গ্যাস-পেট্রোলের সঙ্কটে ভুগছে পাকিস্তান। এরই মাঝে পাকিস্তানে বিদ্যুৎ বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছিল। সরকারি দফতরে দিনের বেলায় আলো জ্বালানোর ওপর 'নিষেধাজ্ঞা' জারি হয়েছিল। এমনকী সরকারের ক্যাবিনেট বৈঠকও আলো, পাখা ছাড়াই হচ্ছিল। এদিকে রাত আটটার পর শপিং মল বন্ধ করা নির্দেশ দেওয়া হয়েছিল। রাত ১০টার মধ্যে বিয়ে বাড়ি বন্ধ করতে বলা হয়েছিল সরকারের তরফে। (REUTERS)
5/5এদিকে বিদ্যুৎ বাঁচাতে পয়লা ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক মাস বৈদুতিক বাল্ব উৎপাদন বন্ধ রাখবে পাকিস্তান। তাছাড়া রাস্তার বাতিও কম জ্বালানো হচ্ছে সেদেশে। সাধারণ মানুষকে বেশ কয়েক মাস আগের থেকেই এসি চালাতে বারণ করা হয়েছিল। সরকারি অফিসেও চালানো হচ্ছে না এসি। তবে এতকিছুর মাঝেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হল পাকিস্তানের প্রায় সর্বত্র। (REUTERS)