Pakistan Violence after Imran's Arrest: পাক সেনা বনাম 'ইমরান সেনা'র সংঘর্ষে উত্তাল পড়শি দেশ, এখনও পর্যন্ত মৃত্যু ৩ জনের
Updated: 10 May 2023, 08:53 AM ISTগ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আর এরপরই সেই দেশে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটার বন্দি হতেই তাঁর সমর্থকরা রাস্তায় নেমে তাণ্ডব চালাতে শুর করেন। হামলা করা হয় পাক সেনা কমান্ডারদের বাড়িতে। হিংসায় এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩ জনের।
পরবর্তী ফটো গ্যালারি