১৬ মে থেকে সন্ধ্যা ৬.৩০ টায় সম্প্রচারিত হবে ‘খেলনা বাড়ি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকছেন পাণ্ডব গোয়েন্দা-র বিলু।
1/5জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কে আপন কে পর’-খ্যাত বিশ্বজিৎ ঘোষ, তাঁর বিপরীতে দেখা মিলবে আরাত্রিকা মাইতির। তবে এই ধারাবাহিক নিয়ে শুরুর আগে থেকেই দর্শকদের উন্মাদনার পারদ তুঙ্গে। সঙ্গে আর কে কে থাকছেন এই মেগায় সেটা জানার আগ্রহও প্রবল। এবার খবর এল ধারাবাহিকে বিশ্বজিতের ভাইয়ের চরিত্রে দেখা মিলবে ‘পান্ডব গোয়েন্দা’-র এই অভিনেতার।
2/5‘পাণ্ডব গোয়েন্দা’র সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিকের পাঁচ মুখও। শো শেষ হওয়ার পরেও যথেষ্ট জনপ্রিয় তাঁরা। বাবলুর চরিত্রে অভিনয় করছিলেন রব দে। বিলুর ভূমিকায় ঋষভ চক্রবর্তী, ভোম্বল ময়ূখ চট্টোপাধ্যায়। বাচ্চু ও বিচ্ছুর ভূমিকায় দেখা মিলেছিল অনুমিতা দত্ত এবং শ্রীতমা মিত্র-র। এবার বিলু ওরফে ঋষভ যাচ্ছেন ‘খেলনা বাড়ি’তে।
3/5বর্তমানে যদিও ঋষভকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘ধুলোকণা’ ও সান বাংলার ‘সুন্দরী’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। দুটো মেগাতেই গুরুত্বপূর্ণ রোলে আছেন ঋষভ।
4/5দেব-রুক্ষ্মিণী মৈত্রের সিনেমা ‘কিশমিশ’-এও অভিনয় করেছেন ঋষভ।
5/5অভিনয়ের পাশাপাশি গানও গান তিনি। নিজের ইউটিউব চ্যানেলে বের করেন মিউজিক ভিডিয়োগুলি। যার মধ্যে ‘ছোঁয়াচে হিম’, ‘বাইপাসে’, ‘ঝিকিমিকি ঝিকিমিকি’ বেশ জনপ্রিয়।