Updated: 11 May 2022, 02:01 PM IST
লেখক Priyanka Bose
ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য পণ্ডিত শিবকুমার শর্মার। বুধবার সঙ্গীতশিল্পীর অন্তিমযাত্রায় তাঁর বাড়িতে পৌঁছন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। শিবকুমারের স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মার সঙ্গে দেখা করলেন তারকা দম্পতি। শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন জাভেদ আখতার, শাবানাও।
1/4প্রয়াত সঙ্গীতশিল্পী এবং সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। মঙ্গলবার সকালে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার সঙ্গীতশিল্পীর অন্তিমযাত্রায় তাঁর বাড়িতে পৌঁছন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। শিবকুমারের স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মার সঙ্গে দেখা করলেন তারকা দম্পতি। জুতো খুলে খালি পায়ে শিবকুমারের সামনে গিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়ে কান্নায় ভেঙে পড়েন জয়া বচ্চন। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস/ প্রতীক কুর্গে)
2/4মঙ্গলবার পণ্ডিত শিবকুমার শর্মার মরদেহ তাঁর পালি হিলের বাড়িতে রাখা ছিল। বুধবার দুপুর ১টা পর্যন্ত অন্তিমযাত্রায় আগে দেহ জুহুর অভিজিৎ সমবায় হাউজিং সোসাইটিতে রাখা হয়েছিল। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন. রেখার জনপ্রিয় ছবি ‘সিলসিলা’র গানে সুর দিয়েছিলেন প্রয়াত সন্তুরবাদক শিবকুমার শর্মা। ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সন্তুরবাদকের। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস/ প্রতীক কুর্গে)