পন্ত, শার্দুল থেকে ইশান, রায়না- চাহারের রিসেপশনে চুটিয়ে আনন্দ করলেন সকলে- ছবি
Updated: 06 Jun 2022, 05:21 PM IST- উইকেটকিপার ঋষভ পন্ত, পেসার শার্দুল ঠাকুর এবং প্রাক্তন টিম ইন্ডিয়া ব্যাটার সুরেশ রায়না বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন বহু বড় নাম। চলতি মাসের ২ তারিখেই বহু দিনের বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ে করেন দীপক চাহার। দু'জনেই দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছিলেন।