২০২২ এশিয়া কাপের হার থেকে শিক্ষা নিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল করতে চায় রোহিত অ্যান্ড কোম্পানি। কিন্তু ২০২২ এশিয়া কাপের হার থেকে কোন ছয়টি বিষয় শিখল টিম ইন্ডিয়া? চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
1/6প্রতিপক্ষকে চাপে রাখতে হলে অবশ্যই বিরাট কোহলিকে ফর্মে ফিরতে হবে। কোহলির ব্যাটে রান মানে দল ভরসা পাবে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান করা। ফলে বিরোধী বোলার ও ক্রিকেটাররা সব সময়ে চাপে থাকবে। অন্যদিকে পন্তকেও আরও দায়িত্বশীল হতে হবে। তাঁর কাছ থেকে আরও ভালো এবং লম্বা ইনিংস চাইবে দল। সুযোগটাকে কাজে লাগাতে হবে পন্তকে। নয় তো টিম ম্যানেজমেন্টের কার্তিকের কথাই ভাবা উচিত। (ছবি-এপি)
2/6যদি দলে কোনও চোট আঘাত হয় তাহলে যেন প্ল্যান ‘বি’ তৈরি থাকে। রবীন্দ্র জাদেজার চোট সেটাই প্রমাণ করে দিয়েছে। ২০২২ এশিয়া কাপে জাদেজা ছিটকে যাওয়ার পরেই যেন সব কিছু উলটে পালটে গিয়েছিল। মনে হয়েছিল দলের প্ল্যান ‘বি’ তৈরি ছিল না। বাঁ-হাতি ব্যাটারের জন্য পন্তকে নিয়ে কার্তিককে বসিয়ে টিম কম্বিনেশনটাই ভেঙে দিয়েছিলেন রোহিত-রাহুল। তাই এই বিষয়টিও শেখার রয়েছে। (ছবি:এএফপি)
3/6দলে স্পেশালিস্ট পাঁচ বোলারকে খেলানো উচিত। কখনই হার্দিককে রেখে বাকি চার স্পেশালিস্ট বোলার রাখা উচিত নয়। অসময়ে চেষ্টা করা ছয় বা সাত বোলারকে ব্যবহার করা। দীপক হুডার মতো কাউকে দলে নিলে, তাঁকে দিয়েও বল করানো যেতে পারে সেটাও প্রমাণিত। শুধু পাঁচ বোলারকে দিয়েই বল করাব, সেই তথ্যটা যে ভুল সেটা ভালো টের পেয়েছেন রোহিত শর্মা। (ছবি-এএনআই)
4/6পাওয়ার প্লেকে ভালো ভাবে কাজে লাগাতে হবে। আফগানিস্তান ম্যাচে সেটাই দেখিয়েছেন কেএল রাহুল ও বিরাট কোহলি। যদি পাওয়ার প্লে-কে ভারতীয় দল ব্যবহার করে তাহলে বড় রান হতে পারে। ঠিক তেমনই বোলিং পাওয়ার প্লেকেও কাজে লাগাতে হবে। (ছবি-এএনআই)
5/6বোলিং শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। ব্যাটিং-এর পাশাপাশি বোলিং শক্তিকেও আরও ধারালো করতে হবে। যখন একজন বোলার ফ্লপ হচ্ছে তখন অন্য বোলারকে দায়িত্ব নিতে হবে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে কিছুটা সময় রয়েছে, ততদিনে বোলিং শক্তিকে একটা রুপ দিতে হবে। ভুবিকে আরও দায়িত্বের সঙ্গে বল করতে হবে। মাথায় রাখতে হবে সেই হল দলের অন্যতম সিনিয়র বোলার। (ছবি-এএনআই)
6/6টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় খুব একটা বেশি নেই। তাই এই সময়ে দলের প্রত্যেক প্লেয়ারকে চোট আঘাত থেকে দূরে থাকতে হবে। না হলেই বিপদ হতে পারে। দলের কম্বিনেশনকে ঠিক রাখার জন্য টিম ম্যানেজমেন্টকেও এই দিকটা বিশেষ ভাবে নজর দিতে হবে। (ছবি-রয়টার্স)