গুয়াহাটিতে শ্বশুরবাড়ি পাওলির। পুজোর আগে আগেই অসমে শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে সময় কাটাতে গেলেন অভিনেত্রী।
1/6শনিবার কামাক্ষ্যা মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী পাওলি দাম। এদিন লাল পাড় সাদা শাড়ি এবং লাল ব্লাউজ পরে বঙ্গ ললনার সাজে ধরা দিলেন নায়িকা। (ছবি ইনস্টাগ্রাম)
2/6খোলা চুল, হাতে শাখা-পলা, সোনার বালা। পুজো দিয়ে বাড়ি ফিরে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন পাওলি।
3/6ছবি পোস্ট করে ক্যাপশনে পাওলি লিখেছেন, ‘আজ সকালবেলা মা কামাক্ষ্যার দর্শন করে এসেছি। মাকে গত দুবছর দেখিনি... আজকে এতো দিন পরে মা কে পেয়ে, একটা অদ্ভুত অতুলনীয় শান্তি অনুভব করতে পারছি। মন ভীষণ আনন্দিত।’
4/6আরও লেখেন, ‘মন্দিরে ছবি তোলার সুযোগ যদিও ছিল, কিন্তু ইচ্ছা হয়নি... পুরো সময় টাই মায়ের সাথে ও পরিবারের সাথে কাটিয়ে এলাম। বাড়ি ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করবো বলে কিছু ছবি তুলে ফেললাম!’
5/6পাওয়লির শ্বশুরবাড়ি আসামের গুয়াহাটিতে। বেশ কিছুদিন ধরে সেখানেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। শেয়ার করছেন একের পর এক ছবি। বিশ্বকর্মা পুজোর ছবিও শেয়ার করেছেন নায়িকা সেখান থেকে।