আগামী মঙ্গলবার বাজারে আসছে একটি সংস্থার ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। যে সংস্থায় প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব আছে কেন্দ্রীয় সরকারের। পুরোটাই বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। আগামী ১৯ মে পর্যন্ত সেই আইপিও প্রক্রিয়া চলবে।
1/6এই সংস্থার পুরো শেয়ার বেচছে সরকার, আপনিও করতে পারবেন বিড, দাম ৩৯-৪২ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6আগামী মঙ্গলবার বাজারে আসছে পারাদ্বীপ ফসফেটের ইনিশিয়াল পাবলিক অফারিং (Paradeep Phosphates Limited IPO)। সার প্রস্তুতকারক সংস্থায় ভারত সরকারের ১৯.৫৫ শতাংশ অংশীদারিত্ব আছে। পুরোটাই বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6বাজারে মোট ১০,৭২,৬৬,৫৩২ শেয়ার ছাড়তে চলেছে। সেই পরিস্থিতিতে প্রতিটি শেয়ারের দাম ৩৯ টাকা থেকে ৪২ টাকার স্তরে রাখা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/6তবে ৩৯ টাকা থেকে ৪২ টাকা দিলেই যে আবেদনপত্র জমা দেওয়া যাবে, সেটা নয়। ন্যূনতম ৩৫০ টি ইক্যুইটি শেয়ারের জন্য বিনিয়োগ করতে হবে। তারপর থেকে ৩৫০-র গুণিতকে বিনিয়োগ করতে হবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/6গত ১৩ মে থেকে অ্যাঙ্কর ইনভেস্টররা আবেদন করতে পারছেন। অ্যাঙ্কর ইনভেস্টদের বিনিয়োগ থেকে ইতিমধ্যে ৪৫০ কোটি টাকা তুলেছে পারাদ্বীপ ফসফেট (Paradeep Phosphates)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/6আগামী ১৯ মে পর্যন্ত সংস্থার আবেদনপত্র গ্রহণ করা হবে। সম্ভবত আগামী ২৪ মে শেয়ার বণ্টন (Paradeep Phosphates Share allotment) করা হবে। তারপর বাজারে নথিভুক্ত হতে পারে আগামী ২৭ মে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনসিই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)