Parakram Diwas Andaman Islands Named: ‘স্বাধীন ভারতের প্রথম সরকার গঠন এখানে’, আন্দামানের ২১ দ্বীপের কী নাম রাখলেন মোদী
Updated: 23 Jan 2023, 12:19 PM IST netaji subhas chandra bose, parakram diwas, andaman and nicobar islands, narendra modi, নরেন্দ্র মোদী, পরাক্রম দিবস, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ, নেতাজি সুভাষচন্দ্র বসু Abhijit Chowdhury 23 Jan 2023নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পালিত পরাক্রম দিবসে আন্দামান ও নিকোবরের ২১টি বড় নামবিহীন দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সম্মান রক্ষার্থে কর্তব্য পালন করে পরমবীর চক্র প্রাপ্ত ২১ সৈনিকের নামে নাম রাখা হল আন্দামানের ২১টি দ্বীপের। নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেন প্রধানমন্ত্রী
পরবর্তী ফটো গ্যালারি