নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পালিত পরাক্রম দিবসে আন্দামান ও নিকোবরের ২১টি বড় নামবিহীন দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সম্মান রক্ষার্থে কর্তব্য পালন করে পরমবীর চক্র প্রাপ্ত ২১ সৈনিকের নামে নাম রাখা হল আন্দামানের ২১টি দ্বীপের। নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেন প্রধানমন্ত্রী
1/5এই ২১টি দ্বীপের মধ্যে যেটি সবথেকে বড়, সেটির নাম রাখা হয়েছে স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপ্ত মেজর সোমনাথ শর্মার নামে। তিনি ১৯৪৭ সালের ৩ নভেম্বর শ্রীনগর বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়া পাকিস্তানি অনুপ্রবেশকারীদের রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন। বদগামে তাঁর এই আত্মত্যাগের জন্য তিনি মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন।
2/5এদিকে ২১টি দ্বীপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নামকর করা হয়েছে দেশের দ্বিতীয় পরমবীর চক্র প্রাপ্ত সৈনিক সুবেদার তথা অনারারি ক্যাপ্টেন (যুদ্ধের সময় ল্যান্স নায়েক) করম সিংয়ের নামে। ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তিথওয়াল সেক্টরের নিয়ন্ত্রণের লড়াইয়ে তাঁর বীরত্বের জন্য সর্বোচ্চ সামরিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।
5/5আজকে দ্বীপের নামকরণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, 'আন্দামানের এই ভূমিতেই দেশে প্রথমবার তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল। এখানেই প্রথমবারের মতো স্বাধীন ভারতের সরকার গঠিত হয়েছিল। এই আবহে আজ এই ২১টি দ্বীপের নামকরণের নেপথ্যে অনেক বার্তা লুকিয়ে রয়েছে। সেই বার্তাটি হল - এক ভারত, শ্রেষ্ঠ ভারত; আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতার জন্য এই বার্তা।'