2/5টিকা নিতেই পার্শ্ব প্রতিক্রিয়া ভুগছেন পরিণীতি। বুধবার সামাজিক মাধ্যমে নিজের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে হতে পট্টি বাঁধা অবস্থায় দেখা গেছে তাঁকে।
3/5ছবিতে হাত মুঠো করে ক্ষমতা প্রকাশ করার চেষ্টা করছেন নায়িক। অপর হাত দিয়ে সেলফি তুলতে দেখা গেছে তাঁকে। মুখে এক গাল হাসি।
4/5বাম হাতে টিকা নিয়েছেন ক্যাপশনে সেকথা জানিয়েছেন পরিণীতি। পাশাপাশি অনুরাগীদের মনে করিয়ে দেন, সেলফিতে সব কিছু উলটো দেখায় সেকথা।
5/5তৃতীয় ছবিতে সোফায় বসে থাকতে দেখা গেছে তাঁকে। মুখের হাসি নেই। ব্যথায়, শরীর যেন এলিয়ে পড়েছে তাঁর। যেই হাতে টিকা নিয়েছেন, সেই হাতে হট ব্যাগ। পাশে প্রিয়াঙ্কার পোষ্য ডায়নাকে নিয়ে শুয়ে রয়েছেন নায়িকা।