5/8লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও স্টাইলের মামলায় পিছিয়ে থাকলেন না পরিনীতি। বিচের ধারে বসে পেশাদার মডেলদের মতো পোজ দিতে ব্যস্ত নায়িকা। সাদা জাম্প স্যুটে স্টানিং বিউটি পরী।
6/8আনমনে লেন্সবন্দি পরিনীতি। মলদ্বীপের প্রকৃতি না এই বলি সুন্দরী, কার রূপের ছটা আপনাকে বেশি মুগ্ধ করছে?
7/8পরিনীতি কিন্তু একা একা ঘুরতে গেছেন তেমনটা নয়। খুব স্পেশ্যাল মানুষদের সঙ্গেই ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কার বোন। জানেন তাঁরা কারা?
8/8বাবা-মা ও ভাইকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন চোপড়া পরিবারের এই কন্যে।