Paris 2024: টেবল টেনিসে ইতিহাস লেখা হল না, জন্মদিনে আশা জাগালেও, বিশ্বের এক নম্বরের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় শ্রীজার
Updated: 01 Aug 2024, 07:55 AM ISTSreeja Akula Crashes Out: ৩১ জুলাই (বুধবার) ছিল শ্রীজার জন্মদিন। নিজের জন্মদিনের শুরুটা কিন্তু বেশ ভালো করেছিলেন শ্রীজা। সিঙ্গাপুরের জিয়ান ঝেংকে ৪-২ গেমে হারিয়ে শেষ ১৬-তে উঠেছিলেন। তবে প্রি-কোয়ার্টারে ওঠার দিনই বিশ্বের এক নম্বর তারকার কাছে হেরে টেবল টেনিসের সিঙ্গলস থেকে বিদায় নিতে হল শ্রীজাকে।
পরবর্তী ফটো গ্যালারি