বাংলা নিউজ > ছবিঘর > Parliament Special Session: আজ থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন, কী কী হতে পারে এই পাঁচদিনে?

Parliament Special Session: আজ থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন, কী কী হতে পারে এই পাঁচদিনে?

আজ থেকে সংসদে শুরু হচ্ছে পাঁচদিনের বিশেষ অধিবেশন। সরকারের ডাকা এই অধিবেশন নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তবে আজই সেই জল্পনার অবসান ঘটতে পারে। এদিকে অধিবেশনের প্রথম দিনে আজ ভারতীয় সংসদের ৭৫ বছরের যাত্রী নিয়ে আলোচনা করবে উভয় কক্ষ। এই সাড়ে সাত দশকে সংসদ দেশকে কী কী শিখিয়েছে, তা তুলে ধরা হবে।