অদূর ভবিষ্যতে জিপিএসের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্স সংগ্রহ করা হবে। এটি বাস্তবায়নের জন্য পরামর্শদাতা নিয়োগ করছে কেন্দ্র।
1/5টোল ট্যাক্স আদায়ের জন্য লক্ষাধিক যানবাহনে FASTag লাগানো হয়েছে। এবার সেটি অপসারণের সুপারিশ করল সংসদীয় কমিটি। কিন্তু কেন? ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5অদূর ভবিষ্যতে জিপিএসের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্স সংগ্রহ করা হবে। যাঁরা ফাস্ট্যাগের অনলাইন রিচার্জে সরগড় নন, তাঁদের এতে খুবই সুবিধা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
3/5বুধবার পরিবহন ও পর্যটন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান টিজি ভেঙ্কটেশ 'জাতি গঠনে মহাসড়কের ভূমিকা' শীর্ষক একটি প্রতিবেদন পেশ করেন। তাতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার টোল ট্যাক্স আদায়ের জন্য একটি জিপিএস ভিত্তিক ব্যবস্থা চালু করতে চলেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এটা চালু হলে, আর জাতীয় সড়কে টোল ট্যাক্স প্লাজা নির্মাণ করতে হবে না। এর ফলে মহাসড়ক প্রকল্পের খরচ বেঁচে যাবে। ফাইল ছবি : রয়টার্স (PTI)
4/5সময় এবং জ্বালানী সাশ্রয়: জিপিএস প্রযুক্তি চালু হলে টোল প্লাজার জ্যাম কমবে। আর যানজট কমলে জ্বালানিও সাশ্রয় হবে। তাছাড়া সময় নষ্টও কম হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5সংসদীয় কমিটির সুপারিশ, জিপিএস-ভিত্তিক টোল ট্যাক্স সংগ্রহের প্রক্রিয়া এমন হওয়া উচিত যাতে, টাকা সরাসরি গাড়ি মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এর ফলে আর যানবাহনে FASTag-এর প্রয়োজনীয়তা থাকবে না। এর উত্তরে, সরকার জানিয়েছে, জিপিএস (স্যাটেলাইট ভিত্তিক) টোল ট্যাক্স ব্যবস্থা বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। পরামর্শদাতা নিয়োগের প্রক্রিয়া চলছে। সেই পরামর্শদাতা সারাদেশে জিপিএস ব্যবস্থা বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করবেন। ফাইল ছবি : পিটিআই (PTI)