Partha Chatterjee's Assets: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। যে মামলায় কোটি-কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। ইডির দাবি, পার্থের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১.২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে পার্থের সম্পত্তির পরিমাণ কত?
1/6গত বছর বিধানসভার ভোটের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর মিলিয়ে রাজ্যের শিল্পমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১,১৫,৯৪,৮৬৩ টাকা (১ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৮৬৩ টাকা)। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/6গত বছরের ১৯ মার্চ পার্থ নির্বাচনী হলফনামা পেশ করেছিলেন, তখন তাঁর হাতে নগদ ১,৪৮,৬৭৬ টাকা ছিল। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/6একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বলে নিজের হলফনামায় দাবি করেছিলেন পার্থের। তিনি দাবি করেছিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬৪ লাখ টাকা আছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/6পার্থ দাবি করেছিলেন, তাঁর নামে কোনও অলঙ্কার নেই। গাড়িও নেই বলে দাবি করেছিলেন পার্থ। পৈতৃক সম্পত্তি হিসেবে শুধুমাত্র নাকতলার দোতলা বাড়ি দেখিয়েছিলেন। দেড় কাঠা জমির বাড়ির মূল্য ২৫ লাখ টাকা বলে দাবি করেছিলেন। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/6পার্থ দাবি করেছিলেন, তাঁর মোট অস্থাবর পরিমাণ ৯০,৯৪,৮৬৩ টাকা। শেয়ার বিনিয়োগ করেন না বলে দাবি করেছিলেন পার্থ। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
6/6পার্থ দাবি করেছিলেন, শুধুমাত্র জীবন বিমা নিগমে ২৫ লাখ টাকা আছে বলে দাবি করেছিলেন। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)