সূর্যগ্রহণে সানগ্লাস পরে গ্রহণ দেখা সঠিক নয়। ক্যাম... more
সূর্যগ্রহণে সানগ্লাস পরে গ্রহণ দেখা সঠিক নয়। ক্যামেরা ব্যবহার করে গ্রহণের ছবি বন্দি করা বিপজ্জনক হতে পারে চোখের জন্য। যোগ্য চশমা পরে তারপর এই সূর্যগ্রহণের ছবি তোলা ভাল।
1/3২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২৫ অক্টোবর। ফলে আজ কালীপুজোর রাত পোহালেই মঙ্গলবার রয়েছে সূর্যগ্রহণ। এমন দিনে শাস্ত্র মতে কিছু কিছু কাজ করা উচিত নয়, আর কিছু কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে। দেখে নেওয়া যাক সূর্যগ্রহণের দিন কোন কোন কাজ থেকে বিরত থাকা প্রয়োজন।
2/3ভারতে কোথা থেকে দেখা যাবে না সূর্যগ্রহণ- ভারতে আন্দামান নিকোবর ছাড়াও উত্তর পূর্বের শহর, যেমন আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগর, শিলচর, তামেলং থেকে দেখা যাবে না সূর্যগ্রহণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/3সূর্যগ্রহণের সময় কী কী করণীয়- ওয়েল্ডিং গ্লাস শেড নম্বর ১৪, অ্যালুমিনাইজড মাইলর, ব্ল্যাক পলিমার, এছাড়াও টেলিস্কোপের সাহায্যে সাদা বোর্ডে সূর্যের ছবি ধরে রেখে দেখা যেতে পারে। তবে চোখ নিয়ে সাবধান হতে হবে। চোখের প্রোটেকশন নিয়ে সতর্ক করছে মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা। গ্রহণের সময় গাড়ির হেডলাইট প্রয়োজনে জ্বালিয়ে নিয়ে চলা ভালো রাস্তায়, বলছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)