আজ মঙ্গলবার কলকাতা থেকে স্পষ্ট দেখা যাবে আংশিক সূর... more
আজ মঙ্গলবার কলকাতা থেকে স্পষ্ট দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। কলকাতা ছাড়াও ভারতের উজ্জয়নী, বেঙ্গালুরু, দিল্লি, মথুরা, বারাণসী থেকে দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ।
1/7২৬ বছর পর আবার কালীপুজোর পরের দিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন ভারতবাসী। আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ২৯ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল সাড়ে ৪টে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। তবে আন্দামান সহ উত্তর-ভারতে দেখা যাবে না গ্রহণ। (MINT_PRINT)
2/7কলকাতায় বলয়গ্রাস দেখা যাবে বিকেল ৪টে ৫২ মিনিটে। কলকাতায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪ মিনিটে। এই আবহে মাত্র ১১ থেকে ১২ মিনিট এই সূর্যগ্রহণ দৃশ্যমান থাকবে। আকাশ পরিষ্কার থাকলে গ্রহণ স্পষ্ট ভাবে দেখা যাবে কলকাতার আকাশে (MINT_PRINT)
3/7এদিকে দিল্লিতে আজ গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। চলবে প্রায় দেড় ঘণ্টা। দিল্লি এবং মুম্বইতে যথাক্রমে ১ ঘণ্টা ১৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৯ মিনিট গ্রহণ দেখা যাবে। ভারতের বেশীরভাগ রাজ্য থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে। (MINT_PRINT)
4/7আন্দামান ও নিরোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে আজকের গ্রহণ দেখা যাবে না। প্রায় ৫ বছর পর, অর্থাৎ, ২০২৭ সালের ২ অগস্ট ফের আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ভারত থেকে। (MINT_PRINT)
5/7কলকাতা, মুম্বই এবং দিল্লির পাশাপাশি হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, পাটনা, ম্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, উটি, বারাণসী এবং তিরুবনন্তপুরম থেকে আজকের আংশিক গ্রহণ দেখা যাবে। বলয়গ্রাস দেখা যাবে না আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিলচর এবং আন্দামান ও নিকোবর দ্বীপ থেকে। (MINT_PRINT)
6/7আজকে ভারতে এই গ্রহণ সবচেয়ে বেশি সময় স্থায়ী থাকবে গুজরাটের দ্বারকায়। সবচেয়ে কম সময়ের এটি দেখা যাবে কলকাতা থেকে। এছাড়াও দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, সুরাত, পুনে, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড়, উজ্জয়িনী, মথুরা, পোরবন্দর, গান্ধীনগর, সিলভাসা, সুরাট এবং পানাজিতে দেখা যাবে এই গ্রহণ। (MINT_PRINT)
7/7ভারতের পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ, পশ্চিম এশিয়া, পশ্চিম চিনের বেশকিছু অংশে দৃশ্যমান হবে এই বলয়গ্রাস। ভারতীয় সময়ে দুপুর দুটো ২৯ মিনিটে আজ আইসল্যান্ডের উপর এই গ্রহণ শুরু হবে। ভারতীয় সময় সাড়ে চারটের সময় এই গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাশিয়ার উপর। (MINT_PRINT)