ভাবা যায়! একেবারে জঙ্গলের মধ্য়ে থেকে উদ্ধার হয়েছে একটি যন্ত্রাংশ। বাসিন্দাদের দাবি বিমান থেকে এটি ভেঙে পড়েছে।
1/5পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়। সেখানেই শিওরবনি গ্রামের কাছে জঙ্গলের মধ্য়ে ভেঙে পড়ল যুদ্ধবিমানের যন্ত্রাংশ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে বাসিন্দাদের মতে, এই যন্ত্রাংশ যদি জনবহুল এলাকায় গ্রামের মধ্যে ভেঙে পড়ত তবে সমস্য়া আরও বাড়ত। বড় বিপর্যয় হতে পারত। তবে এদিনের ঘটনায় কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এটি বিমানে যন্ত্রাংশ নাকি অন্য় কিছু সেটা পরিষ্কার নয়। বিমানের বাড়তি তেলের ট্যাঙ্কও হতে পারে।
2/5এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্য়মে জানিয়েছেন, দুপুরবেলা আকাশে একটি বিমান উড়ে যাচ্ছিল। আচমকাই কিছু একটা পড়ে যাওয়ার মতো দেখতে পাওয়া যায়। তবে বিমানটি দুবার ওই জায়গায় আকাশে চক্কর কাটছিল। এরপর বিমানটিকে আর দেখা যায়নি।
3/5এটি বিমানের ঠিক কোন অংশ সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটা জ্বালানির ট্যাঙ্কের একাংশ বলে মনে করা হচ্ছে।
4/5প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটি পড়ার পরেই একটি বিমানকে উড়ে যেতে দেখা যায়। অনুমান করা হচ্ছে এটা বায়ু সেনার বিমানের কোনও যন্ত্রাংশ হতে পারে। সেটাই কোনও কারণে ভেঙে পড়ে বা খুলে যায়। তবে এটি আদৌ বায়ুসেনার বিমানের কি না সেটা নিশ্চিত নয়। ঘটনার পরেই কলাইকুন্ডা এয়ারবেসে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে বায়ুসেনার আধিকারিকরা এলাকায় আসতে পারেন বলে খবর।
5/5এক স্থানীয় বাসিন্দা বলেন, এটা ঠিক প্লেনের কোন অংশ সেটা বুঝতে পারা যাচ্ছে না। খুলে পড়ে গেল। এদিকে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। আমরা খুব ভয় পাচ্ছি।