থার্ড আম্পায়ার বলল, 'বল ড্রপ খেয়েছে'! কামিনস ফের DRS চাইলেন! সিরাজকে নিয়ে তুলকালাম মেলবোর্নে
Updated: 29 Dec 2024, 02:12 PM ISTথার্ড আম্পায়ার সিরাজের ব্যাটে বল লাগার ভিডিয়ো দেখে বলেন, ‘আই ক্যান সি দ্য বল আফটার হিটিং দ্য ব্যাট,আই অ্যাম স্যাটিসফায়েড’। এটা বলার পর তিনি নকআউট ঘোষণা করেন। তা দেখে অবাক হয়ে যান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিনস,পাল্টা তিনি আবারও সেই সিদ্ধান্তে ডিআরএস নিতে চান। কিন্তু ফিল্ড আম্পায়াররা তা নিতে দেননি
পরবর্তী ফটো গ্যালারি