Tripura puts pressure on Bangladesh: ত্রিপুরার কাছেও ১৩৫ কোটি টাকা দেনা বাংলাদেশের! বিদ্যুতের বকেয়া মেটানোর হুঁশিয়ারি
Updated: 02 Dec 2024, 10:49 AM ISTআদানি তো ছিল, ত্রিপুরার কাছেও দেনা করে রেখেছে বাংলাদেশ! বিদ্যুতের জন্য ১৩৫ কোটি টাকা বকেয়া আছে। আর সেই টাকা অবিলম্বে মিটিয়ে দিতে বলল ত্রিপুরা। যে সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে।
পরবর্তী ফটো গ্যালারি